Singer: Manna Dey, Hemanta Mukhopadhyay
Music: Nachiketa Ghosh
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Stree
হাজার টাকার ঝাড়বাতিটা রাতটা কে যে দিন করেছে
তারি নীচে বাইজি নাচে ঠুমরী গানের টুকরো ছুঁয়ে
তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গিটা সুর ধরেছে
পিচকিরি টা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে
পরোয়া তো নেই দু দশ লাখ হয় যদি হয় দেনা
একটি রাতের মেজাজটা হোক অনেক টাকায় কেনা
আঙুর ফলের রঙ্গিন রসে পান পেয়ালা ঐ ধরেছি
স্বপ্নে দুচোখ জড়িয়ে আসুক সুরভি আর সুরায় সুরে
(ধরনা...ধরনা সীতাপতি)
তারি নীচে বাইজি নাচে ঠুমরী গানের টুকরো ছুঁয়ে
হাজার টাকার ঝাড়বাতিটা
রাজা যে টাকাটা মারছো ছুঁড়ে শোভানাল্লা দিয়ে
সেই টাকাটাই পড়ত যদি একটু দূরে গিয়ে
বেঁচে যেত আজকে কারো কঠোর জঠর জ্বালা
খুলে যেত বন্ধদ্বারের অন্ধকারের তালা
অনাহারের শীতে কেঁপে যে গাছেরি ডাল মরেছে
হয়তো বাঁচার আশা জাগত শিকড় ফুঁড়ে
শিকড় ফুঁড়ে গাছের মতো (বুঝলে সীতাপতি)
শেকড় ফুঁড়ে গাছের মতো আগাছাও তো হয়
মেজাজটা তো আসল রাজা আমি রাজা নয়
তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি
আমার হীরের আংটি না পেলে ওর জ্বলত নাকি নাকছাবি
হাজার টাকার ঝারবাতিটা...
Music: Nachiketa Ghosh
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Stree
হাজার টাকার ঝাড়বাতিটা রাতটা কে যে দিন করেছে
তারি নীচে বাইজি নাচে ঠুমরী গানের টুকরো ছুঁয়ে
তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গিটা সুর ধরেছে
পিচকিরি টা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে
পরোয়া তো নেই দু দশ লাখ হয় যদি হয় দেনা
একটি রাতের মেজাজটা হোক অনেক টাকায় কেনা
আঙুর ফলের রঙ্গিন রসে পান পেয়ালা ঐ ধরেছি
স্বপ্নে দুচোখ জড়িয়ে আসুক সুরভি আর সুরায় সুরে
(ধরনা...ধরনা সীতাপতি)
তারি নীচে বাইজি নাচে ঠুমরী গানের টুকরো ছুঁয়ে
হাজার টাকার ঝাড়বাতিটা
রাজা যে টাকাটা মারছো ছুঁড়ে শোভানাল্লা দিয়ে
সেই টাকাটাই পড়ত যদি একটু দূরে গিয়ে
বেঁচে যেত আজকে কারো কঠোর জঠর জ্বালা
খুলে যেত বন্ধদ্বারের অন্ধকারের তালা
অনাহারের শীতে কেঁপে যে গাছেরি ডাল মরেছে
হয়তো বাঁচার আশা জাগত শিকড় ফুঁড়ে
শিকড় ফুঁড়ে গাছের মতো (বুঝলে সীতাপতি)
শেকড় ফুঁড়ে গাছের মতো আগাছাও তো হয়
মেজাজটা তো আসল রাজা আমি রাজা নয়
তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি
আমার হীরের আংটি না পেলে ওর জ্বলত নাকি নাকছাবি
হাজার টাকার ঝারবাতিটা...