Singer: Kishore Kumar, Ruma Guhathakurta
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Lukochuri (1958)
এই তো হেথায় কুঞ্জ ছায়ায়
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে কটি দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাবো দোঁহে
স্বপ্ন মধুর মোহে
কাটবে প্রহর তোমার সাথে
হাতের পরশ রইবে হাতে
রইবো যেদিন মুখোমুখি মিলন আগ্রহে
এই বনেরই মিষ্টি মধুর
শান্ত ছায়া ঘিরে
মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি
গুঞ্জরনের নীড়ে আসর জমিয়ে দেবে জানি
অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে
জীবন মোদের যাবে ভরে
রঙের সমারোহে
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Lukochuri (1958)
এই তো হেথায় কুঞ্জ ছায়ায়
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে কটি দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাবো দোঁহে
স্বপ্ন মধুর মোহে
কাটবে প্রহর তোমার সাথে
হাতের পরশ রইবে হাতে
রইবো যেদিন মুখোমুখি মিলন আগ্রহে
এই বনেরই মিষ্টি মধুর
শান্ত ছায়া ঘিরে
মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি
গুঞ্জরনের নীড়ে আসর জমিয়ে দেবে জানি
অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে
জীবন মোদের যাবে ভরে
রঙের সমারোহে
Ei to hethay kunjo chayay
Swopno modhur mohe
Ei jibone je koti din pabo
Tomay amay hese khele
Katiye jabo dohe
Swopno modhur mohe
katbe prohor tomar sahte
Haater porosh roibe haate
Roibo jedin mukhomukhi milono agrohe
Ei boneri misti modhur
Shanto chaya ghire
Moumachira asor tader jomiye debe jani
Gunjoroner nire asor jomiye debe jani
Obhisarer obhilase roibe tumi amar pashe
Jibon moder jabe bhore
Ronger somarohe
Swopno modhur mohe
Ei jibone je koti din pabo
Tomay amay hese khele
Katiye jabo dohe
Swopno modhur mohe
katbe prohor tomar sahte
Haater porosh roibe haate
Roibo jedin mukhomukhi milono agrohe
Ei boneri misti modhur
Shanto chaya ghire
Moumachira asor tader jomiye debe jani
Gunjoroner nire asor jomiye debe jani
Obhisarer obhilase roibe tumi amar pashe
Jibon moder jabe bhore
Ronger somarohe
I love this song as much as I love my life.
ReplyDelete