Wednesday, February 3, 2016

তুমি আসবে বলেই - Tumi asbe bolei

Singer: Nachiketa Chakraborty
Composer: Nachiketa Chakraborty



তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি
তুমি আসবে বলেই কৃষ্ণচুড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি

তুমি আসবে বলেই জাকির হুসেইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে
তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসব তোকে
তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলেই দেশটা এখনও গুজরাত হয়ে যায়নি
তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা
তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই ঈশান কোনেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলেই আমার কলম এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই

1 comment:

  1. তুমি আসবে বলেই এতো কিছু,

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...