Monday, February 1, 2016

Kakababur Gaan - কাকাবাবুর গান

Singer: Rupam Islam
Lyrics; Srijato
Music: Indradeep Dasgupta





এক যে ছিল রাজা তার সাহস ক্রাচে ভর
তার রাজ্য  ছিল মগজে আর বুদ্ধি গুপ্তচর
এক যে ছিল রাজা তার যুদ্ধ মানেই জয়
তার সুয়োরানি রহস্য আর দুয়োরানি ভয়
সাবধান সাবধান সাবধান 

তার ঘোড়াশালে যুক্তি আর হাতিশালে তেজ
তার সঙ্গে কেবল সন্তু যাবে বেঁধেছে লাগেজ
দরবার বসে মাথায় ভাবনারা কষে ছক
তার যুক্তি গুলো সভাসদ আর বুদ্ধি বিদূষক
সাবধান সাবধান সাবধান

তার চশমা আঁটা চোখে ঠিক ঠিকরে পড়ে রোদ
তার গল্প টোস্টের নুন রোমাঞ্চ মরিচ প্রতিশোধ
সাবধান সাবধান সাবধান
একখানা পা খোঁড়া তাই বুদ্ধি দ্বিগুন জোর
তার শিরদাঁড়াটা সোজা বলেই জিতে যাবার স্কোর
সাবধান সাবধান সাবধান

এক যে ছিল রাজা তার হাজার অভিযান
পাহাড় চুড়োয় দিন কাটে রাত জঙ্গলে কাটান
তল্লাশি তদন্ত সব তাকেই ডাক পাঠায়
তাই চিরুনি আর ময়না নিয়ে বেরিয়ে পড়েন প্রায়
সাবধান সাবধান সাবধান

এক যে ছিল রাজা করে সক্কলে কুর্নিশ
টিনটিন তাকে সেলাম ঠোকে মানে অ্যাস্টেরিক্স
সাবধান সাবধান সাবধান

এক যে ছিল রাজা রাজত্ব সবখানেই
তাই দুষ্টু লোকের কোন জারিজুরিসডিকশন নেই
সাবধান সাবধান সাবধান

অ্যাডভেঞ্চারের চিঠি আজ খুলে দিল খাম
এক যে ছিল রাজামশাই রায়চৌধুরী নাম
সেলাম সেলাম সেলাম






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...