Singer: Papon & Antara Mitra
Music: Indradeep Dasgupta
Lyrics: Srijato
আজ খুব মেঘ করুক টিপটিপ সারাদিন
যেখানে জল পায় তোর জীবন আর ইচ্ছেরা রঙ্গিন চুপিচুপি
দেখ তোর জন্যে রোদ্দুর নামিয়ে পর্দা টাঙ্গানো
কোথাও মন নেই সবচেয়ে দামি এই কথা জানানো
যেখানে ঠোঁটের মন জানে ঠোঁট
যেখানে চোখের নাম রেনকোট
কেউ তো জানবে না কোনদিন
কিভাবে আদরে বাড়ে চোট চুপি চুপি
মেঘেরা বাজালে সাক্সোফোন
যদি না ভিজিস মেঘ এ শ্রাবন
দাঁড়ে দাঁড়ে এই খেলা জমুক
কানে কানে একবার কথা শোন চুপি চুপি
Music: Indradeep Dasgupta
Lyrics: Srijato
আজ খুব মেঘ করুক টিপটিপ সারাদিন
যেখানে জল পায় তোর জীবন আর ইচ্ছেরা রঙ্গিন চুপিচুপি
দেখ তোর জন্যে রোদ্দুর নামিয়ে পর্দা টাঙ্গানো
কোথাও মন নেই সবচেয়ে দামি এই কথা জানানো
যেখানে ঠোঁটের মন জানে ঠোঁট
যেখানে চোখের নাম রেনকোট
কেউ তো জানবে না কোনদিন
কিভাবে আদরে বাড়ে চোট চুপি চুপি
মেঘেরা বাজালে সাক্সোফোন
যদি না ভিজিস মেঘ এ শ্রাবন
দাঁড়ে দাঁড়ে এই খেলা জমুক
কানে কানে একবার কথা শোন চুপি চুপি
No comments:
Post a Comment