Singer: Chandrabindoo
Music: Chandrabindoo
Lyrics: Chandrabindoo
Album: Gadha
ছেঁড়া ঘুড়ি রঙ্গিন বল এইটুকু সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজে বকা রাত্রিদিন অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়
সে হাসি উড়ে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষ্যে তে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়... হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
গল্পের মতো ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত খেলবোনা আড়ি
সে খেলা কানাগলি রোজ চুপিসাড়ে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায় .... হাওয়ায় হাওয়ায়
বইমেলা গুলো গার্গী শ্রেয়সী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজও পারেনি সে
হাওয়ায় হাওয়ায় .... হাওয়ায় হাওয়ায় ...
ছেঁড়া ছবি স্ফটিকজল এইটুকু সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেলবেলা
একঘেয়ে ক্লান্তদিন ক্যামপোজ অ্যাসপিরিন
যানজটে দেরী হয়ে গেল এ কালবেলায়
মরা মাছের চোখ যায় জদ্দুরে
শুকানো জলছবি আজও রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায় ... হাওয়ায় হাওয়ায়
Chera ghuri rongin ball Ei tuku sombol
Aar chilo roddure pawa bikelbela
Baje boka ratridin Asterix Tintin
Elomelo kotha ure jeto hashir thelay
Se hasi chhute jeto godhuli michile
Sobar olokhye te tumio ki chile
Haway Haway... Haway haway...
Bondhu tomay e gaan sonabo bikel belay
Aar ekbar jodi tomay dole naao khelay
Golper moto iskul bari
Jome otha khoto khelbona aari
Se khela kanagoli roj chupisare
Ebong agun chilo last counter e
Haway Haway.... Haway Haway...
Boimela gulo Gargi Shreyoshi
Chena mukh gulo porichito hasi
Se hasi rod jhikimiki karnishe
Sahosi chumbon ajo pareni se
Haway Haway.... Haway haway...
Chera chobi sphotik jol Ei tuku sombol
Baad baki rod chole jawa bikelbela
Ekgheye klanto din Calmpose aspirin
Jaanjote deri hoye gelo e kaalbelay
Mora maacher chokh jay joddure
Shukano jolchobi ajo roddure
Hawaay Haway... Haway haway
Music: Chandrabindoo
Lyrics: Chandrabindoo
Album: Gadha
ছেঁড়া ঘুড়ি রঙ্গিন বল এইটুকু সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজে বকা রাত্রিদিন অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়
সে হাসি উড়ে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষ্যে তে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়... হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
গল্পের মতো ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত খেলবোনা আড়ি
সে খেলা কানাগলি রোজ চুপিসাড়ে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায় .... হাওয়ায় হাওয়ায়
বইমেলা গুলো গার্গী শ্রেয়সী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজও পারেনি সে
হাওয়ায় হাওয়ায় .... হাওয়ায় হাওয়ায় ...
ছেঁড়া ছবি স্ফটিকজল এইটুকু সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেলবেলা
একঘেয়ে ক্লান্তদিন ক্যামপোজ অ্যাসপিরিন
যানজটে দেরী হয়ে গেল এ কালবেলায়
মরা মাছের চোখ যায় জদ্দুরে
শুকানো জলছবি আজও রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায় ... হাওয়ায় হাওয়ায়
Chera ghuri rongin ball Ei tuku sombol
Aar chilo roddure pawa bikelbela
Baje boka ratridin Asterix Tintin
Elomelo kotha ure jeto hashir thelay
Se hasi chhute jeto godhuli michile
Sobar olokhye te tumio ki chile
Haway Haway... Haway haway...
Bondhu tomay e gaan sonabo bikel belay
Aar ekbar jodi tomay dole naao khelay
Golper moto iskul bari
Jome otha khoto khelbona aari
Se khela kanagoli roj chupisare
Ebong agun chilo last counter e
Haway Haway.... Haway Haway...
Boimela gulo Gargi Shreyoshi
Chena mukh gulo porichito hasi
Se hasi rod jhikimiki karnishe
Sahosi chumbon ajo pareni se
Haway Haway.... Haway haway...
Chera chobi sphotik jol Ei tuku sombol
Baad baki rod chole jawa bikelbela
Ekgheye klanto din Calmpose aspirin
Jaanjote deri hoye gelo e kaalbelay
Mora maacher chokh jay joddure
Shukano jolchobi ajo roddure
Hawaay Haway... Haway haway
No comments:
Post a Comment