Monday, February 1, 2016

Balir Shahor - বালির শহর


Singer: Arijit Singh, Shreya Ghoshal
Music: Indradeep Dasgupta
Lyrics: Srijato







এই যে উড়েছে ধুলো বুকের ভিতরে মরুভূমি
এই যে ইচ্ছেগুলো জড়িয়ে ধরে আছো তুমি
বালির শহর অনেক অমিল
আকাশ পাথর মেঘের ফসিল
সকলেই সে সফরে সামিল

Ei je ureche dhulo buker bhitore morubhumi
Ei je icchegulo joriye dhore acho tumi
Balir Shahor onek omil
Akash pathor megher fossil
Sokolei she sofore samil

এই শহরে আজও কারা রুকস্যাক আনেনা
ঠোঁটের আছে বড্ড তাড়া রোডম্যাপ মানেনা
কেন থমকে দাঁড়ায় বেখেয়াল বেপাড়ায়
ভেজানো চুল রোদের পাঁচিল
চেনা আঙ্গুল অচেনা তিল
সকলেই সে সফরে সামিল

Ei shohore ajo kara rucksack anena
Thoter ache boddo tara roadmap manena
keno thomke daray bekheyal beparay
bhejano chul roder panchil
chena angul ochena til
sokolei se sofore samil

এই যে বিকেলে ফিরে বিদেশি হাওয়া খুলেছে ক্লিপ
এই যে চোখের গভীরে বাহানা ছাড়ায় চোখের জরিপ
বালির শহর অনেক অমিল
আকাশ পাথর মেঘের ফসিল
সকলেই সে সফরে সামিল

Ei je bikele phire  bideshi hawa khuleche clip
Ei je chokher gobhire bahana charay chokher jorip
balir shahor onek omil
akash pathor megher fossil
sokolei se sofore samil

উট চলেছে মুখটি তুলে ছুট দিয়েছে মন
বালি ভরা মুঠো খুলে ঝরেছে দুজন
নিভিয়ে নেওয়া দিন কি অছিলায় রঙ্গিন
ডানা শুকোয় সোনালি চিল
শরীর পেরোয় আদর মিছিল
সকলেই সে সফরে সামিল

Ut choleche mukhTi tule chhut diyeche mon
Bali bhora mutho khule jhoreche dujon
Nibhiye neoa din ki ochilay rongin
Dana shukoy sonali chil
Shorir peroy ador michil
Sokolei se sofore samil





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...