Wednesday, February 3, 2016

এইটা তোমার গান - Eita tomar gaan

Singer: Chandrabindoo
Music: Chandrabindoo
Lyrics: Chandrabindoo
Album: Juju




এইটা তোমার গান
তুমি লোডশেডিং এ চাঁদের আলোর সর
তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর

আয়না ভরা দিন রূপ সায়রের জল
আলগা ছুটির রোদ রক্ত ঝলোমল
তোমায় দিলাম
এই খাতার ভাজে গাছের পাতের নাম
এইটা তোমার গান
তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল
তুমি অন্য মনে একলা পাখির ঝিল

আয়না ভরা দিন রূপ সায়রের জল
আলগা ছুটির রোদ রক্ত ঝলোমল
তোমায় দিলাম
এই মায়ার পশম হাত দেবার আরাম
এইটা তোমার গান
ওই আঁচল ঘেরা বৃষ্টি ছাঁটের ঘ্রাণ
রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান




Eita tomar gaan
Tumi loadshedding e chander alor sor
Tumi jworer sheshe surjo dhoa ghor

Ayna bhora din rup sayorer jol
Alga chhutir rod rokto jholomol
Tomay dilam
Ei khatar bhaje gacher patar naam
Eita tomar gaan
Tumi norom thote sweccha bethar nil
Tumi onyo mone ekla pakhir jhil

Ayna bhora din rup sayorer jol
Alga chhutir rod rokto jholonol
Tomay dilam
Ei mayar poshom haat debar aram
Eita tomar gaan
Oi anchol ghera brishti chater ghran
Rekhe megher shishu giyeche bhashan

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...