Wednesday, February 3, 2016

বেলা বয়ে যায় - Bela Boye jay


Singer: Shreya Ghoshal & Anindya Chattopadhyay
Music: Shantanu Moitro
Lyrics: Anindya Chanttopadhyay & Chandril Bhattacharya
Movie: Buno haansh (2014)



ওরে ও ওরে ও ডাকে মন সোনা মন
বেলা বয়ে যায়ে সে গেছে কাদের নায়
জোছনা গাছে ফুল ধরেছে
খোকা ঘোরে আয়

কোরাসঃ রোদ্দুরে ডানা মেলে রামধনু গায়ে ফেলে
             চাঁদের কপালে চাঁদটি
             রোদ্দুরে গেলে উড়ে সাতরঙা মিঠে সুরে
             আমাকে খুঁজে পেলি কি

ওরে ও ওরে ও ডাকে মন সোনা মন
মায়ার পাখি গায় দেখো সুজ্যি ফিরে চায়
আলোর জাহাজ খেলবিনা আজ
আয় না ঘরে আয়

সোনার কাঠি কই শীতলপাটি কই
নিশুত রাতে তোমায় ছুঁয়ে একলা জেগে রই
কোন বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
মায়ার পাখির সুর রোদ্দুরে ভরপুর
আলোর জাহাজ ফিরবো ঘর আজ
বলনা কতদূর

ও ঘুমপাড়ানি গান তারে মেপে দেব ধান
উথাল পাথাল ঢেউয়ের তলে কান্না জলে চান
কোন বাগানের বুকের ভিতর চাঁদেরই সাম্পান
মায়ার পাখি গায় দেখো সুজ্যি ফিরে চায়
আলোর জাহাজ খেলবিনা আজ
আয় না ঘরে আয়
মায়ার পাখির সুর রোদ্দুরে ভরপুর
আলোর জাহাজ ফিরবো ঘর আজ
বলনা কতদূর

কোরাসঃ রোদ্দুরে ডানা মেলে রামধনু গায়ে ফেলে
             চাঁদের কপালে চাঁদটি
             রোদ্দুরে গেলে উড়ে সাতরঙা মিঠে সুরে
             আমাকে খুঁজে পেলি কি


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...