Tuesday, February 2, 2016

দিন ক্ষণ মাপা আছে - din khon mapa ache

Singer: Arijit Singh
Music: Indradeep Dasgupta
Lyrics: Angshuman Chakraborty




পারারাপাপ্পাপা পারনি ধরতে হযবরল এই জীবন কি যে চায়
মামামামাম্মামামা মস্তি তে মারে ছক্কা কাকা কাটা ঘুড়ি আটকেছ অ্যান্টেনায়
মাঝরাতে হাড়হাভাতে হৃদয় তারা গোনে আজ ক্রেডিটে স্বপ্ন চালায়
মনরে... মন ওড়ে...
দিন ক্ষণ মাপা আছে বরাতে ছাপা আছে
তারারা হাওয়া বুঝে বয়ে যাবে ধারে কাছে

ইন্সটলমেন্টে শীতঘুম 3 BHK ফ্ল্যাট
love আজকাল হাম-তুম রেসের আরেকটা র‍্যাট
একশো হজমি বড়ি ফেল ওহে কর্পোরেট রাস্কেল
আসলে জিম মরিসন যা তাই মেট্রোর থার্ড রেল
সইএর পর সই শালা বাইপাস হাঁকাবোই
গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান

দামামামাম্মামামা দামামা বাজলো বলে ফেফেফে ফেয়ারি টেলের চরিত্ররা সব
কেকেকেকেক্কেকেকে কে যাবি কার দলে ফোফোফো ফোটাবে ফুট ফুটন্ত উৎসব
জোছনা ভেবে টর্চের আলোই জ্বালাও জানোনা তুমি আদতে কতটা কি চাও
মনরে... মন ওড়ে...
দিন ক্ষণ মাপা আছে বরাতে ছাপা আছে
তারারা হাওয়া বুঝে বয়ে যাবে ধারে কাছে

ভবের সাগরে পেরোবি কি করে পেরোবি কি করে এই মায়া ডোর
পিছু ডেকে মরে আলসেমি তোর, ছুটি নেবে নিজের কাছে
ঘুম টুম ভেঙ্গে গেলে চোখেরা ব্যাথা পেলে
নিমেষে ছুয়ে দিলে বোঝা যায় বেঁচে আছে

আরেরেরেরেরে রেরেরে রক অ্যান রোলে লুকিয়েছ ছি ছি ছি যে নষ্টামি
বাবাবাবাব্বাবাবা বাবা বোম বোম বোম বোম বোম ভোলে আশকারাতে আসল আসামি
ধীরে ধীরে ধরানো নতুন সিগারেট পোড়াতে আসে কিছু পুরানো কার্পেট
মনরে... মন ওড়ে...
দিন ক্ষণ মাপা আছে বরাতে ছাপা আছে
তারারা হাওয়া বুঝে বয়ে যাবে ধারে কাছে

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...