Sunday, February 7, 2016

এক যে ছিল দুষ্ট ছেলে - Ek je chilo dustu chele

Singer: Hemanta Mukhopadhyay
Music: Amol Mukhopadhyay
Lyrics: Pulak Bandyopadhyay
Movie: Abak Prithibi (1959)



এক যে ছিল দুষ্ট ছেলে মায়ের কথা মানতো না
মায়ের মতো এতো আপন কেউ কোথা নেই জানতো না
অকালে সে পথ হারালো গোলকধাঁধায় পা বাড়ালো
খোলা পথের মানুষ তাকে কাছেতে আর টানতো না
ফুলের মতো ছেলের দলে সে পেল আজ সান্ত্বনা

বড়ো হবো আমরা তবে বুড়ো হবো না
কেউ কোনোদিন মায়ের মনে দুঃখ দেব না
মার অপমান কেউ কোনোদিন মেনে নেবো না

বলো তো মায়ের ডাকে দামাল ছেলে
বিপদ বাধা দূরে ফেলে
ঝড়ের রাতে দামোদরে
সাঁতার দিল কে?

জানি বিদ্যাসাগর নাম
নিবাস বীরসিংহ গ্রাম

হাসিমুখে ফাঁসিকাঠে দাড়িয়েছিল কে
ছোট্ট হাতেই রাজার আসন নাড়িয়েছিল কে?
বলো তো কি ছিল তার নাম

শহীদ ক্ষুদিরাম
ছুটবো সবাই খেলবো সবাই
দস্যি হব শান্ত না
শৃঙ্খলটা ভাঙবো সবাই শৃঙ্খলা কেউ ভাঙবো না

রক্ত দিয়ে শুধতে চেয়ে দেশের মায়ের ঋণ
আজাদ সেনা সাজিয়ে নিয়ে এল সে একদিন
লিখল কে নতুন ইতিহাস?
সে যে নেতাজী সুভাষ

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...