Tuesday, February 2, 2016

হানি আলকাদির গান - Hani Alkadir gaan

Singer: Sonu Nigam
Lyrics: Srijato
Music: Indradeep Dasgupta





আরও একটু দূর গেলে জল পাবে দুপুর
আরও একটু খুলবে এই আকাশ
পথে হল ভুল, তাই ট্রিগারে আঙ্গুল
তবু কারা লিখছে ইতিহাস
যেখানে ভয়ের নাম দেয় সেলাম সেখানে যাওয়া
কে জানে ভুল না ঠিক পালটে দিক নতুন এই হাওয়া
শোনো কেটে গেল কত দিন বেসামাল বেদুইন
দেখা হোক দ্বিধাহীন ফের যদি দেখা হয়
গোনো কেটে গেল কত রাত বেখায়াল বেহায়াত
তবু হাতে রাখো হাত ঠিক পাল্টাবে সময়


আরও এক মুঠো জুটে যাবে খড়কুটো
ঠোঁটে যেমন Reynaud জুটে যায়
ব্যর্থতার বাতি জ্বলে উঠবে অন্তমিল
বারুদ মিশে আছে কবিতায়
যেখানে ছুটছে মন সম্মোহন সেখানে যাওয়া
লুকোনো শর্ত নেই পালটাবেই নতুন এই হাওয়া
শোনো কেটে গেল কত দিন বেসামাল বেদুইন
দেখা হোক দ্বিধাহীন ফের যদি দেখা হয়
গোনো কেটে গেল কত রাত বেখায়াল বেহায়াত
তবু হাতে রাখো হাত ঠিক পাল্টাবে সময়

1 comment:

  1. যেখানে ভয়ের নাম দেয় সেলাম সেখানে যাওয়া
    "ভোরের নাম" হবে ভয়ের নাম না.


    একটা শব্দ missing. Last paragraph 2nd line.
    "লুকোনো শর্ত নেই পালটাবেই নতুন এই হাওয়া".
    পাল্টাবেই এর আগে" দিন" হবে

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...