Wednesday, February 3, 2016

আমি আমার মন দিব্যি সিংহাসন - Ami amar mon dibyi singhason


Singer: Chandrabindoo
Music: Chandrabindoo
Lyrics: Chandrabindoo
Album: Juju (2003)




আমি আমার মন দিব্যি সিংহাসন
হরিণ মেরে আসছি ফিরে স্কন্ধে মেশিনগান
আমরা পক্ষীরাজে উড়ব, আমরা খেলব গরীবগূর্বো
আমরা মুন্ডু কেটে জুড়ব বেমানান

বাইরে হয়তো টুকরো কাঁচে ঠিকরে আছে দিন
চাঁদের বুড়ি কাঁচুলিবিহীন
ঘাসের গায়ে ঘাস পুড়ে যায় চোখটা কালো যেই
আমরা নেই আমরা নেই আমরা নেই
আমরা সাপ্টে খেলছি পাত্তি, আমরা মাংস-মদে সাত্ত্বিক
আমরা অংশ জুড়ে রাত্তিরে বানাই

আমি আমার মন ছোট্ট সংগঠন
সং এর গঠন, পিওর কটন পদ্মপত্রে ঘাম
আমরা কষ্ট সামলে কেষ্ট, আমরা পাতলা মেনিফেস্টো
আমরা পয়সা বুঝলে গেস্ট-ও রাখছিলাম

বাইরে হয়তো শার্সি ছুঁয়ে গুমরে আছে রাত
কালচে আলো খুলেছে বরাত
গাছের বুকে কলজে আঁকা জল সয়েছে যেই
আমরা নেই আমরা নেই আমরা নেই
আমরা খাচ্ছি প্রেমের ঘন্ট, আমরা দুঃখ ফুঁয়ে লন্ঠন
আমরা কেন্দ্র-রাজ্য বন্টন খুব শানাই

আমি আমার মন, স্বেচ্ছা সম্মোহন
এ-ওর কান্না করছি রান্না চড়ছি সাবমেরিন
আমরা বস্ত্রহরণ ফন্দী, আমরা দুষ্ট হারেম বন্দী
আমরা কমতি পড়লে লোন দিই জন্মদিন


Ami amar mon dibyi singhason
Harin mere aschi phire swondhe machinegun
Amra pokkhiraje urbo, amra khelbo goribgurbo
Amra mundu kete jurbo bemanan

Baire hoyto tukro kanche thikre ache din
Chander buri kanchulibihin
Ghasher gaye ghash pure jaye chokhta kalo jei
Amra nei amra nei amra nei
Amra sapte khelchi patti, amra mangsho mode sasttwik
Amra ongsho jure rattire banai

Ami amar mon chotto songgothon
Song er gothon, pure cotton podmopotre gham
Amra koshto samle keshto, amra patla manifesto
Amra paysa bujhle guest o rakhchilam

Baire hoyto sharshi chuye gumre ache raat
Kalche alo khuleche borat
Gacher buke kolje aka jol soyeche jei
Amra nei amra nei amra nei
Amra khacchi premer ghonto, amra dukho phuye lonthon
Amra kendro-rajyo bonton khub sanai

Ami amar mon, sweccha sommohon
E-or kanna korchi ranna chorchi submarine
Amra bostrohoron fondi, amra dusto haarem bondi
Amra komti porle loan di jonmodin

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...