Tuesday, February 2, 2016

আরেকটা দিন - Arekta Din

Singer: Shreya Ghoshal
Music: Rupam Islam & Allan Ao
Lyrics: Rupam Islam
Movie: Bedroom (2011)



আরেকটা দিন কেটে যায় শুধু দিন কাটিয়ে দেওয়ায়
তোমার নীল কল্পনায় প্রতীক্ষায়
আবার ভোর জাগিয়ে দেয় আমায় ফের জানিয়ে দেয়
তোমার নীল কল্পনায় সবই হারায়

আমায় যেতে হবে কোথাও যেখানে শূন্যতাও হারিয়ে যায়
সময় সেখানে রাখেনা আর ঠিকানা খুঁজে পাওয়ার কোন উপায়
আকাশ আমার প্রিয় আকাশ আমার দিকে তাকায় কোন আশঙ্কায়
দেওয়াল আমায় বাঁধতে চায় তোলে আবার অন্তরায় চলে যাওয়ায়
কথা ছিল তা ভেঙ্গে দেওয়ার দেওয়াল ভেঙ্গে চলে যাওয়ার
আকাশে যে ইচ্ছে শুধু কেঁদেছে যন্ত্রণায়


Arekta din kete jay shudhu din katiye deoay
Tomar nil kolponay protikhay
Abar bhor jagiye dey amay fer janiye dey
Tomar nil kolponay sobi haray

Amay jete hobe kothao jekhane shunyotao hariye jay
Somoy sekhane rakhena ar thikana khuje paoar kono upay
Akash amar priyo akash amar dike takay kon ashankay
Deoal amay badhte chay tole amar ontoray chole jaoay
Kotha chilo ta bhenge deoar deoal bhenge chole jaoar
Akash je icche shudhu kendeche jontronay

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...