Sunday, February 14, 2016

এই শ্রাবণ - Ei Shrabon

Singer: Rupam Islam
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Movie: Baishe Srabon (2011)





আমি কাঁটা-তারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা-ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো
এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটপাথের রাত
এই শ্রাবণ মনে পড়াক পুরনো আঘাত
জল জমেছে বুকের ভেতর রোদের অভাবে
সময় এলে পড়বে চুঁয়ে নিজের স্বভাবে

এই শ্রাবণ নাম লেখাক গাছের পাতার দলে
এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে
এই শ্রাবণ বাক্স বন্দী কিছু ইচ্ছে আছে
এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে

অবাক যত্নে সামলে চলা ফুরিয়ে যাওয়ার ভয়
ভাবলি কেন দুঃখ পাব, দুঃখ আমার নয়




Ami kantatarei sukhi
Ei kuyashate unki diye raji mithye nite
Asole satyi bole satyi kichu nei

Ei Srabon dhuye pheluk ei rasta-dhulo
Ei Srabon bhijiye dik dirgho chhayagulo
Ei srabon nebhak agun ei footpath-er raat
Ei srabon mone porak purono aaghat
Jol jomeche buker bhetor roder obhabe
Samay ele porbe chuye nijer swabhabe

Ei srabon nam lekhak gacher patar dol-e
Ei srabon mishlo pukur drain er jol e
Ei srabon baksho bondi kichu ichchhe achhe
Ei srabon syatsyate khub amar kache
Obak jatne samle chola phurie jaoyar bhoy
Bhabli keno dukkho pabo dukkho amar noy

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...