Wednesday, February 3, 2016

রাতের গভীরে কে গো - raater gobhire ke go

Singer: Krishna Gangopadhyay
Music: Jnanprakash Ghosh
Lyrics: Saral Guha



রাতের গভীরে কে গো দাঁড়ালে দুয়ারে আসি
বেহাগের সুরে সুরে বাজালে ভোরের বাঁশি

শুকতারা বুঝি নেশার স্বপনে
চেয়েছিল ভুলে প্রভাত তপনে
উদয় লগনে হায় মিলালো তারার হাসি

আলেয়ার আলো হাতে এসেছিল মধুরাতি
শ্রাবণের ধারা এলো নিভিল সাঁঝের বাতি

ছিল আশা মনে আর ভালোবাসা
চাঁদের চোখে যে যামিনীর ভাষা
নীরবে ঝরিয়া যায় কামনা কুসুম রাশি



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...