Singer: Krishna Gangopadhyay
Music: Jnanprakash Ghosh
Lyrics: Saral Guha
রাতের গভীরে কে গো দাঁড়ালে দুয়ারে আসি
বেহাগের সুরে সুরে বাজালে ভোরের বাঁশি
শুকতারা বুঝি নেশার স্বপনে
চেয়েছিল ভুলে প্রভাত তপনে
উদয় লগনে হায় মিলালো তারার হাসি
আলেয়ার আলো হাতে এসেছিল মধুরাতি
শ্রাবণের ধারা এলো নিভিল সাঁঝের বাতি
ছিল আশা মনে আর ভালোবাসা
চাঁদের চোখে যে যামিনীর ভাষা
নীরবে ঝরিয়া যায় কামনা কুসুম রাশি
Music: Jnanprakash Ghosh
Lyrics: Saral Guha
রাতের গভীরে কে গো দাঁড়ালে দুয়ারে আসি
বেহাগের সুরে সুরে বাজালে ভোরের বাঁশি
শুকতারা বুঝি নেশার স্বপনে
চেয়েছিল ভুলে প্রভাত তপনে
উদয় লগনে হায় মিলালো তারার হাসি
আলেয়ার আলো হাতে এসেছিল মধুরাতি
শ্রাবণের ধারা এলো নিভিল সাঁঝের বাতি
ছিল আশা মনে আর ভালোবাসা
চাঁদের চোখে যে যামিনীর ভাষা
নীরবে ঝরিয়া যায় কামনা কুসুম রাশি
No comments:
Post a Comment