Singer: Geeta Dutt
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Madhyaraater Tara
তোমার এত ভালোবাসা কোথায় আমি রাখব বলনা
যেথায় রইব শুধু তুমি আমি সেথায় চলনা
এই দুপুরবেলার হাওয়া ভারী মিষ্টি
তাই খুশি খুশি হল তোমার দৃষ্টি
বৌ কথা কও পাখির মধুর সৃষ্টি
করে যেন রোমাঞ্চেরই সৃষ্টি
জানি যেমন আমায় দিলে তাতে নেইতো ছলনা
জানি আমার হাতের চুড়ির মিঠে ছন্দ
এই নিরালায় নয়তো নেহাত মন্দ
আমার খোঁপার কনক চাঁপার গন্ধ
জানি তোমার মনে জাগায় কিসের দ্বন্দ
আমার প্রেমের দীপে শিখা হয়ে নাহয় জ্বলনা
No comments:
Post a Comment