Monday, June 18, 2018

তোমাকে ছুঁয়ে দিলাম - tomake chhuye dilam


Singer: Arijit Singh
Music: Indradeep Dasgupta
Lyrics: Srijato





আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম
দিন এখনও রঙ্গীন এই দিন এখনও রঙ্গীন
তাকে আদরে তুলে রাখলাম

মন রাখা আছে কোন ঈশানকোণে বিষন্নতায়
চোখ কাটাকুটি হোক সহজ খেলার সময় কোথায়
এই নরম অসুখ হাওয়ায় হাওয়ায় সেরে যাক
ফের সন্ধ্যে নামুক ব্যাথা তোমায় ছেড়ে যাক
চুপ, মূহুর্ত চুপ, ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম

ঠোঁট লুকিয়েছে চোট যে রাস্তা যায় তোমার মনে
চুল বুনেছে আঙ্গুল রাতের পিঠে তারা গোনে
কেউ জানেনা দিন ফিরবে কি না কোনদিন
নীল কুয়াশা ঘোর ভুলে যাওয়াই সমীচীন
চুপ, মুহূর্ত চুপ, ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম।
নাম, বুকের বোতাম হারানো খাম,
আজ কেন যে খুঁজে পেলাম।
দিন এখনও রঙ্গীন এই দিন এখনও রঙ্গীন
তাকে আদরে তুলে রাখলাম





Aj thoter collage thamalo kaj
Mon tomake chhuye dilam
Nam, buker botam, harano kham
Aj keno je khuje pelam
Din ekhono rongin ei din ekhono rongin
Take adore tule rakhlam

Mon rakha ache kon ishankone bishonnotay
Chokh katakuti hok sohhoj khelar somoy kothay
Ei norom osukh haway haway sere jaak
Fer sondhye namuk byatha tomay chere jak
chup, muhurto chup, thoter turup
Ei tomake chhuye dilam
Nam, Buker botam, harano kham
Aj keno je khuje pelam

Thot lukiyeche chot je rasta jay tomar mone
Chul buneche angul raater pithe tara gone
Keu janena din phirbe kin a konodin
Nil kuyasha ghor bhule jaoai somichin
Chup, muhurto chup, thoter turup
Ei tomake chuye dilam
Nam, buker botam harano kham,
Aj keno je khuje pelam.
Din ekhono rongin ei din ekhono rongin
Take adore tule rakhlam







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...