Singer: Usha Uthup
Music: Chandrabindu
Lyrics: Chandrabindu
Music: Chandrabindu
Lyrics: Chandrabindu
ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়
হ্যালোজেন বৃষ্টিকে রঙ লিখে ঘর পাঠায়
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়
ধুয়ে যায় আদরের পথ ঘাট
ভেসে যায় আরামের অঞ্চল
রেলিং এর ঘুম ঘোরে টুপ করে কাঁদল জল
ডানা ভাঙা একলা কাক
পথ ঘেঁসে থাক একলাটি থাক
এ জন্মের রেল গাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল ধুলোর ফুল
যায় ভেসে যায়
ভেসে যায় আদরের নৌকো
ভেসে যায় সোহাগের সাম্পান
সিগারেট টুকরোরা মুখ চোরা শিখছে স্নান
নুড়ি ঘেরা বালির স্তূপ
জোনাকির রূপ বুকে নিয়ে চুপ
এ জন্মের রেল গাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল ধুলোর ফুল
যায় ভেসে যায়
ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়
হ্যালোজেন বৃষ্টিকে রঙ লিখে ঘর পাঠায়
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়
Bhese jay adorer nouko
Tomader ghum bhange kolkatay
Halojen brishtike rong likhe ghor pathay
Bhikhirira swopno pay
Tusharer rajdhani dhuye jay jyotsnay
Dhuye jay adorer poth ghat
Bhese jay araamer onchol
Railing er ghum ghore tup kore kandlo jol
Dana bhang ekla kaak
Poth ghese thak eklati thak
E jonmer rail garira jay
Jolpori haat dhulo haway
Hawake se anke tar danay
Ei norom chul dhulor phul
Jay bhese jay
Bhese jay adorer nouko
Bhese jay sohager sampan
Cigarette tukrora mukh chora shikhche snan
Nuri ghera balir stup
Jonakir rup buke niye chup
E jonmer rail gari jaye
Jolpori haat dhulo haway
Hawake se anke tar danay
Ei norom chul dhulor phul
Jay bhese jay
No comments:
Post a Comment