Saturday, July 15, 2017

Posto - পোস্ত

Singer: Anupam Roy
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy



listen in itune


আপন মনে থাকে পোস্ত আপন মনে খেলে
আপন মনে হাসে পোস্ত আপন মনে চলে
আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে
ঐ আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে

আঁকতে ভালো লাগে পোস্ত নাচতে ভালো লাগে
শীতের কালে ঠকঠকিয়ে কাঁপতে ভাল লাগে
রুটিনে নিয়মে ফাঁকে আটকে ঝুলে থাকে
ঘুটঘুটে আঁধারে ভুতে নামটা ধরে ডাকে

বিকেল বেলার ঘাসে জোনাকি চারপাশে তোকেও উড়িয়ে নিয়ে যাক
আকাশ উঁচুতে খুব পুকুরেতে মেরে ডুব রোদেই শুকিয়ে নিস গা
গাছের কোটরে মনের ভেতরে কত কি লুকিয়ে রাখে পোস্ত

ট্রেনের মত ছোটে পোস্ত প্লেনের মত ওড়ে
অঙ্ক কষে দেখে তারপর পুকুরে ঢিল ছোঁড়ে
ব্যাঙ্গাচি মিছিলে চলে লাফাতে লাফাতে
আর তাড়া খেলে বাড়ি ফেরে হাফাতে হাফাতে

ফুলের গন্ধ মেখে পোস্ত মাঠে থাকে শুয়ে
স্বপ্ন গুলো জোড়ে পোস্ত একে একে দুয়ে
বাবা যদি আমায় একটা রকেট কিনে দিত
তবে চাঁদের ভিতর গুপ্তধন খুঁজতে যাওয়া যেত

বিকেল বেলার ঘাসে জোনাকি চারপাশে তোকেও উড়িয়ে নিয়ে যাক
আকাশ উঁচুতে খুব পুকুরেতে মেরে ডুব রোদেই শুকিয়ে নিস গা

গাছের কোটরে মনের ভেতরে কত কি লুকিয়ে রাখে পোস্ত




Apon mone thake posto apon mone khele
Apon mone hase posto apon mone chole 
Apon mone cholte cholte mukh bekiye bhabe
Oi akash theke megh namiye bhijte kemon lage

Akte bhalo lage posto nachte bhalo lage 
Sheiter kale thokthokiye kanpte bhalo lage
Routine e niyome fake atke jhule thake 
Ghutghute adhare bhute namta dhore daake

Bikel belar ghase jonaki charpashe tokeo uriye niye jak
Akash uchute khub pukurete mere dub rodei shukiye nis ga
Gacher kotore moner bhetore koto ki lukiye rakhe posto

Train er moto chhote posto plane er moto ore 
Onko koshe dekhe tarpor pukure dhil chhore
Byangachi michhile chole lafate lafate
Aar tara khele bari phere hafate hafate 

Phuler gondho mekhe posto mathe thake shuye
Swopno gulo jore posto eke eke duye
Baba jodi amae ekta rocket kine dito 
Tobe chander bhitor guptodhon khujte jawa jeto

Bikel belar ghase jonaki charpashe tokeo uriye niye jak
Akash uchute khub pukurete mere Dub rodei sukiye nis ga

Gacher kotore moner bhetore koto ki lukiye rakhe posto 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...