Friday, November 10, 2017

নীল নির্বাসন - Nil Nirbashon

Singer: Chandrabindoo
Music: Chandrabindoo
Lyrics: Chandrabindoo



চেনা মুখ ছুঁয়ে থাকা দৃষ্টি
এলোমেলো আড্ডা চায়ের গেলাস
ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমায় তোমার আকাশ
নীল নির্বাসন

এমনও সকাল হয় অবিরত অপচয়ে ছাইদানি ভরা থাকে মরা আগুনে
যাও মেঘ বলে দাও আমি ভালো নেই
জেগে থাকে কথা ক্যান্টিন কোন ভোরে বেজে ওঠে যে টেলিফোন
ফুলে ঢাকা পথ হোক নির্জন একা পথ পড়ে আছে নিঝুম
ফাঁকা ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমায় তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমায় তোমার আকাশ
নীল নির্বাসন

এমনও বিকেল আসে তুমি যাও বাইপাসে অচেনা লোকাল বাসে সন্ধ্যে কাবার
যাও পথ খুঁজে নাও পথ পালাবার
মনে পড়ে যায় গত জন্মের পাপ শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ
তুমি নত মুখে মেনে নিলে অভিশাপ সারা হিমঘর জুড়ে শীতঘুম
ফাঁকা ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমায় তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমায় তোমার আকাশ
নীল নির্বাসন





Chena mukh chuye thaka dristi
Elomelo adda chayer gelas 
Ghum ghum classroom pashe khola janala
Dakche amake tomar akash
Nil Nirbashon 

Emono sokal hoy obiroto opochoye chaidani bhora thake mora agune
Jao megh bole dao ami bhalo nei
Jege thake kotha canteen kon bhore beje othe je telephone 
Phule dhaka poth hok nirjon eka poth pore ache nijhum
Faka classroom pashe khola janla
Dakche amay tomar akash
Ghum ghum class pashe khola janla
Dakche amay tomar akash
Nil Nirbashon

Emono bikel ase tumi jao bypass e ochena local bus e sondhye kabar
Jao poth khuje nao poth palabar 
Mone pore jay goto jonmer pap shorire royeche chena shorirer chhap
Tumi noto mukhe mene nile obhishap sara himghor jure sheitghum
Faka classroom pashe khola janla
Dakche amay tomar akash
Ghum ghum class pashe khola janla
Dakche amay tomar akash
Nil Nirbashon






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...