Wednesday, March 2, 2016

আমাদের ছাদে - Amader chhade

Signer: Chandrabindoo
Composer: Chandrabindoo
Album: Chaw



আমাদের ছাদে কে বসে বসে কাঁদে
দেখেছিল ঘুঘু আহা পড়ে গেছে ফাঁদে
তাই মেঘ লাগে চাঁদে আর গলা নামে খাদে
আর কি কাণ্ড কি কাণ্ড মধুর প্রমাদে

তার হাতিশালে হাতি তার হ্যারিকেনে আলো
তার দুঃখটি পাতি তাই কবিতা বানালো
আহা রাংতায় মোড়া সেই কবিতা প্রয়াসী
তার বাথরুমে হাসি পায় খেতে বসে কাশি
তার ভালোবাসাবাসি যেন ধানক্ষেতে চাষি
যেন রাত শেষে ফাঁসি আর এ উপমা বাসি তবু আলো প্রত্যাশি

আমাদের মাঠে কে হামাগুড়ি কাটে
পোকাদের খোকা তার ঘিলু খুলে চাটে
কোন দরদী বখাটে তাকে বেচে দেবে হাটে
আর চেপেচুপে ছেপে দেবে পুরনো মলাটে
তার রঙচটা ঠোঁটে কিছু গালাগালি ফোটে
তার ব্রণভরা গালে কেন আবির মাখালে

তার নখে লাল ছিটে তার চোখে কালশিটে
তার ভিটে মাটি চাঁটি হবে আগামী মিনিটে
আহা তিনপেয়ে ঘোড়া সেই জোড়া অভিলাষী
তার দিনে সেবাদাসী চাই রাতে ছোট মাসি
তার ভালোবাসাবাসি যেন রোববারে খাসি
যেন দ্বিতীয় পলাশি আর নেলাখ্যাপা হাসি কিছু বিষাদ বিলাসী

আমাদের মাঠে কে হামাগুড়ি কাটে
পোকাদের খোকা তার ঘিলু খুলে চাটে
তার হাতিশালে হাতি তার হ্যারিকেনে আলো
তার দুঃখটি পাতি তাই কবিতা বানালো

রঙ চটা ঠোঁটে গালাগালি ফোটে
ব্রণ ভরা গালে আবির মাখালে
নখে লাল ছিটে চোখে কালশিটে
ভিটে মাটি চাঁটি আগামী মিনিটে
দরদী বখাটে বেচে দেবে হাটে
মেঘ লাগে চাঁদে গলা নামে খাদে


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...