Singer: Rupam Islam
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Movie; Hemlock Society (2012)
ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি
ভেবেছিলাম ঘুরে তাকাবো না
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই
কিচ্ছু পারলাম না শুধু বাড়ল ওজন বুক
সুখী গাল বোঝেনা কবিদের অসুখ
পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা
থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া দেবোনা দেবো না না না
শত বসন্তের আদরে যেই রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালোলাগা
আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না নরম আঙ্গুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে
বুঝবিনা তোর ক্ষত হাত বোলালে
জানবিনা কেন যে চোখ ঢাকি
বুঝবিনা কেন ওপাশ ফিরে শুলে
জানতে চাসনা কেন এভাবে থাকি
কেন প্রশ্ন এড়াস আমি ঠকবোনা
বিশাল ফারাক আছে তা কি বুঝিস না
পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা
থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া দেবোনা দেবো না না না
শত বসন্তের আদরে যেই রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালোলাগা
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Movie; Hemlock Society (2012)
ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি
ভেবেছিলাম ঘুরে তাকাবো না
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই
কিচ্ছু পারলাম না শুধু বাড়ল ওজন বুক
সুখী গাল বোঝেনা কবিদের অসুখ
পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা
থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া দেবোনা দেবো না না না
শত বসন্তের আদরে যেই রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালোলাগা
আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না নরম আঙ্গুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে
বুঝবিনা তোর ক্ষত হাত বোলালে
জানবিনা কেন যে চোখ ঢাকি
বুঝবিনা কেন ওপাশ ফিরে শুলে
জানতে চাসনা কেন এভাবে থাকি
কেন প্রশ্ন এড়াস আমি ঠকবোনা
বিশাল ফারাক আছে তা কি বুঝিস না
পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা
থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া দেবোনা দেবো না না না
শত বসন্তের আদরে যেই রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালোলাগা
No comments:
Post a Comment