Singer: Paroma banerjee
Music & Lyrics: Mohiner Ghoraguli
আমি তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন সেই স্বপ্ন জুড়ে রঙ
রঙের নেশা গন্ধে ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই
আমি তোমার সাথে একলা হতে চাই
শরীর যেন জানলা সেই জানলা জুড়ে আকাশ
আকাশ থেকে বৃষ্টি বৃষ্টিতে ডুবে যাই
উষ্ণ আবেশে ধন্য শুধু ভালোবাসারই জন্য
আমি নিজের কাছে অন্য হতে চাই
আমি তোমায় ছুঁয়ে একলা হতে চাই
মেঘের চোখে জ্যোৎস্না সেই জ্যোৎস্না ঝোড়ো বাতাস
আকাশ ভেঙ্গে রোদ্দুর রোদ্দুরে ভিজে যাই
ডাকছে মায়ারই অন্য শুধু একটু ছোঁয়ারই জন্য
আমি তোমায় ছুঁয়ে অন্য হতে চাই
Ami tomar sathe ekla hote chai
Tomay chhuye swopno sei swopno jure rong
Ronger nesha gondhe bhalobasay notun hote chai
Alo ar nirjonotay tomar sathe ekla hote chai
Ami tomar sathe ekla hote chai
Shorir jeno janla sei janla jure akash
Akash theke brishti brishtite dube jai
Ushno abeshe dhonyo shudhu bhalobasari jonyo
Ami nijer kache onyo hote chai
Ami tomay chuye ekla hote chai
Megher chokher jwotsna sei jyotsna jhoro batas
Akash bhenge roddur, roddure bhije jai
Dakche mayari onyo shudhu ektu choyari jonyo
Ami tomay chuye onyo hote chai
Music & Lyrics: Mohiner Ghoraguli
আমি তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন সেই স্বপ্ন জুড়ে রঙ
রঙের নেশা গন্ধে ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই
আমি তোমার সাথে একলা হতে চাই
শরীর যেন জানলা সেই জানলা জুড়ে আকাশ
আকাশ থেকে বৃষ্টি বৃষ্টিতে ডুবে যাই
উষ্ণ আবেশে ধন্য শুধু ভালোবাসারই জন্য
আমি নিজের কাছে অন্য হতে চাই
আমি তোমায় ছুঁয়ে একলা হতে চাই
মেঘের চোখে জ্যোৎস্না সেই জ্যোৎস্না ঝোড়ো বাতাস
আকাশ ভেঙ্গে রোদ্দুর রোদ্দুরে ভিজে যাই
ডাকছে মায়ারই অন্য শুধু একটু ছোঁয়ারই জন্য
আমি তোমায় ছুঁয়ে অন্য হতে চাই
Ami tomar sathe ekla hote chai
Tomay chhuye swopno sei swopno jure rong
Ronger nesha gondhe bhalobasay notun hote chai
Alo ar nirjonotay tomar sathe ekla hote chai
Ami tomar sathe ekla hote chai
Shorir jeno janla sei janla jure akash
Akash theke brishti brishtite dube jai
Ushno abeshe dhonyo shudhu bhalobasari jonyo
Ami nijer kache onyo hote chai
Ami tomay chuye ekla hote chai
Megher chokher jwotsna sei jyotsna jhoro batas
Akash bhenge roddur, roddure bhije jai
Dakche mayari onyo shudhu ektu choyari jonyo
Ami tomay chuye onyo hote chai
No comments:
Post a Comment