Friday, March 11, 2016

ভিনদেশী তারা - Bhindeshi Tara

Singer: Chandrabindoo
Music: Chandrabindoo
Lyrics: Chandrabindoo
Album: Chaw




আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বল কাকে?

আমার রাতজাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি

আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো দাও শান্ত শীতলপাটি
তুমি মায়ের মতই ভালো আমি একলাটি পথ হাঁটি

আমার বিচ্ছিরি এক তারা তুমি নাওনা কথা কানে
তোমার কিসের এত তাড়া রাস্তা পার হবে সাবধানে

তোমার গায়ে লাগেনা ধুলো আমার দু মুঠো চালচুলো
রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে
প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে

আমার রাতজাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...